বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
১০ মামলায় ৯ জানুয়ারি হাজির না হলে খালেদার জামিন বাতিল
প্রকাশ: ১২:০০ am ০১-১২-২০১৬ হালনাগাদ: ০১:০৫ pm ০১-১২-২০১৬
 
 
 


রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলায়  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।  

ওই দিন আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা।

বৃহস্পতিবার মামলাগুলোতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালতে খালেদা জিয়া হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে আদালত খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজিরের নির্দেশ দেন। অন্যথায় তার জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ১টি ও সিএমএম আদালতে রাষ্ট্রদ্রোহের ১টি মামলা।

খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদীন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ৯ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় আজ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আজ অন্য একটি আদালতে খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য রয়েছে। এ কারণে আজ এই ১০টি মামলায় হাজির হতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতে সময়ের অবদান করা হয়। শুনানি শেষে আদালত ৯ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT