শনিবার, ০১ জুন ২০২৪ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
প্রকাশ: ১০:০৩ am ২৯-০১-২০১৭ হালনাগাদ: ১০:০৯ am ২৯-০১-২০১৭
 
 
 


দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (২৯ জানুয়ারি) রাত ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকের পর সব রাজনৈতিক দলকে নাম প্রস্তাবের আহ্বানের পর এই বৈঠক ডাকলেন বিএনপি চেয়ারপারসন।

আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে সার্চ কমিটির কাছে পাঁচ জনের নাম প্রস্তাব করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নামের তালিকা চূড়ান্ত করার বিষয়টি স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করবেন খালেদা জিয়া। এ ছাড়া চলমান রাজনৈতিক সংকট ও পরিস্থিতিতে বিএনপির করণীয় কী-সে বিষয়টিও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT