মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৩১শে বৈশাখ ১৪৩১
Smoking
 
সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড' ক্রয় করবে
প্রকাশ: ০১:৪৮ pm ০৭-১০-২০১৭ হালনাগাদ: ০১:৫১ pm ০৭-১০-২০১৭
 
 
 


মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৫ বিলিয়ন ডলার মূল্যের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড' ক্রয় করবে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'দি টার্মিনাল হাই অলটিচুড এরিয়া ডিফেন্স (থাড)' বিক্রির অনুমোদন দেয়া হয়েছে। এর আগে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত 'থাড' ক্রয় করেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৪টি থাড লাঞ্চার, ৩৬০টি ক্ষেপণাস্ত্রসহ ফায়ার কন্ট্রোল স্টেশন ও রাডার কেনার আগ্রহ প্রকাশ করে রিয়াদ। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি শুক্রবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, "এই চুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির খাতিরেই করা হচ্ছে। এটি সৌদি আরবের দীর্ঘ মেয়াদি নিরাপত্তা রক্ষা এবং উপসাগরীয় অঞ্চলে ইরানের হুমিক মোকাবেলায় সহায়তা করবে।" উত্তর কোরিয়ার পারমানবিক হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় 'থাড' স্থাপন করা নিয়ে বিক্ষোভের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসে যাতে সৌদির সঙ্গে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রয়ের চুক্তিটি আটকে না যায় সেজন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেসকে পরামর্শ দিয়ে বলেছে, সৌদি আরবের হাতে থাড গেলে তা উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা আনতে কাজ করবে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনী ও তাদের মিত্রদের রক্ষায় সাহায্য করবে।

সূত্র: আল-জাজিরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT