মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৬ জুলাই) ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের মানুষেরা কোনোভাবেই কাজ করতে পারবে না। সাবেক বারাক ওবামা প্রশাসনের গৃহীত এ নীতি বাতিল ঘোষণার কারণে সমালোচিত হচ্ছেন ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গ সংক্রান্ত এ নীতি পরিবর্তনের ঘোষণা দেন। সামরিক বাহিনীর শুরু দেশের জন্য জয় আনার প্রতি মনোনিবেশ করা উচিত। তৃতীয় লিঙ্গকে সামরিক বাহিনীতে নিয়োগ দানের ফলে প্রচুর মেডিক্যাল খরচ হচ্ছে এবং কাজে ব্যাঘাত ঘটছে। ট্রাম্প টুইট বার্তায় বলেন, "সামরিক বিশেষজ্ঞদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনার পর মার্কিন সরকারকে তৃতীয় লিঙ্গের নিয়োগ প্রদান না করার জন্য পরামর্শ দিচ্ছি।" গত বছর ওবামা প্রশাসন সামরিক বাহিনীতে প্রকাশ্যে তৃতীয় লিঙ্গের মানুষদের অন্তর্ভুক্ত করার নীতি গ্রহণ করেছিলেন। তবে ট্রাম্পের এমন ঘোষণার ফলে ওবামা প্রশাসনের ওই নীতি বাতিল হতে যাচ্ছে। সূত্র: এএফপি