বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু আর নেই (ইন্নালিল্লা…….রাজেউন)। মঙ্গলবার ভোর ৫টায় মানিকগঞ্জের মুন্নু মেডিকেল হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান।
চেয়ারপারসনের মিডিয়া উইংস সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে অনায়াসে জিতেন। ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও জিতেন তিনি। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও সে সময় তাকে কোন দপ্তর দেওয়া হয়নি।
এছাড়া মানিকগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
এছাড়া মানিকগঞ্জ বিএনপির সভাপতি ছিলেন মুন্নু। তবে বিএনপির সর্বশেষ কমিটিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।