শুক্রবার, ১০ মে ২০২৪ ২৭শে বৈশাখ ১৪৩১
Smoking
 
শীতে শিশুর ডায়রিয়া
প্রকাশ: ০৯:২৮ am ১৯-০১-২০১৭ হালনাগাদ: ০৯:৩০ am ১৯-০১-২০১৭
 
 
 


শীতকালে শিশুদের প্রায়ই ডায়রিয়া হয়। এর ৬০ শতাংশ ভাইরাসজনিত। এই ডায়রিয়া ৩ থেকে ৯ দিন পর্যন্ত থাকে। রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় শিশু দ্রুত পানিশূন্যতায় ভোগে। তাই বারবার খাওয়ার স্যালাইন ও অন্যান্য তরল খাবার দিতে হবে। সঙ্গে অবশ্যই বুকের দুধ ও সাধারণ অন্যান্য খাবার। স্যালাইন ধীরে ধীর খাওয়াতে হবে। প্রতি মিনিটে এক চামচ করে এবং প্রতিবার পাতলা পায়খানার পর ১০ থেকে ১৫ চামচ পরিমাণ।
মনে রাখবেন, ডায়রিয়ার চিকিৎসায় স্যালাইন ও সাধারণ খাবারদাবারই যথেষ্ট। জ্বর থাকলে বা পায়খানার সঙ্গে রক্ত গেলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, নয়তো এমনিতেই সেরে যাবে। ডায়রিয়া বন্ধ করার কোনো ওষুধ নেই, দরকারও নেই।
কখন হাসপাতালে নেবেন?
*   খুব বেশি পানির মতো পাতলা পায়খানা হতে থাকলে
* বারবার বমি, এমনকি স্যালাইন খেলেও বমি হলে
* স্যালাইন বা কোনো খাবার খেতে না পারলে
* জ্বর বা মলের সঙ্গে রক্ত
* অতিরিক্ত পানিশূন্য হয়ে গেলে

ডায়রিয়া প্রতিরোধে সচেতনতা

* শিশুর খাবার সব সময় ঢেকে রাখুন

* বাসি বা বাইরের খোলা খাবার শিশুকে খাওয়াবেন না

* দুধ খাওয়াতে বোতল ব্যবহার করা যাবে না

* খাওয়ার পানি কমপক্ষে আধঘণ্টা ফুটিয়ে নিন। শিশুর হাত ও বাটি-চামচ ধুতেও এই পানি ব্যবহার করবেন

* ৬ মাস পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ দেবেন

* ডায়রিয়ার টিকা দেওয়া যায়

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT