মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
শহীদ মিনারে প্রিয়ভাষিণীকে শ্রদ্ধা, বিকেলে দাফন
প্রকাশ: ১২:১১ pm ০৮-০৩-২০১৮ হালনাগাদ: ০৯:০৯ am ১০-০৩-২০১৮
 
 
 


মুক্তিযোদ্ধা, অধিকারকর্মী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার দেওয়া দেওয়া হয়েছে। এখন তার মর‌দে‌হে সর্বস্ত‌রের মানুষ ফু‌লেল শ্রদ্ধা জানাচ্ছেন। 

বৃহস্প‌তিবার (৮ মার্চ) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রথ‌মে গার্ড অব অনার দেওয়া হয় ফেরদৌসী প্রিয়ভাষিণীকে।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের নেতৃ‌ত্বে দলের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন মঞ্চে চলছে আনুষ্ঠানিকতা। 

বি‌ভিন্ন রাজনৈ‌তিক দল ও সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠন শ্রদ্ধা নি‌বেদন করেছেন। শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছে হাজারো মানুষ।

বাদ জোহর প্রিয়ভাষিণীকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মহীয়ষী নারী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT