বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেওয়া অনেক কমিয়ে দিয়েছে পাকিস্তান
প্রকাশ: ১০:৫৩ am ১৫-০১-২০১৮ হালনাগাদ: ১১:০০ am ১৫-০১-২০১৮
 
 
 


যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নববর্ষের বার্তায় পাকিস্তানকে 'মিথ্যা এবং প্রতারণার' জন্য অভিযুক্ত করেন তখনই ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্কে নতুন ফাটল দেখা দেয়। যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় পাকিস্তানের জন্য সবধরনের নিরাপত্তা সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, দুই দেশ আর বন্ধু দেশ নয়। পাকিস্তানের সেনাপ্রধান এক ধাপ এগিয়ে বলেন, যুক্তরাষ্ট্র তার দেশের সাথে বেঈমানি করছে। তবে উপরে এ ধরনের বাক্যালাপ চললেও, তলে তলে দুই পক্ষ অনেক সতর্ক। যেমন, যুক্তরাষ্ট্র এখন বলছে, নিরাপত্তা সাহায্য সাময়িকভাবে বন্ধ করা হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রতিশ্রুত তহবিল সরবরাহ অব্যাহত থাকবে।

তবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধের যে ঘোষণা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী করেছেন, তাকে কেউ হালকা করে দেখছে না। কারণ, পাকিস্তান গত বিশ বছর ধরে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দেওয়া অনেক কমিয়ে দিয়েছে । ১৯৫০ এর দশক থেকে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান ঘনিষ্ঠ মিত্র। পাকিস্তানের অর্থনীতি এবং নিরাপত্তায় দুহাতে টাকা দিয়েছে আমেরিকা। পাকিস্তানও প্রতিদান দিয়েছে। ১৯৫৯ সাল থেকে ১৯৭০ পর্যন্ত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোপন রেডিও বার্তার ওপর নজরদারীর জন্য পেশোয়ারে সিআইএ'কে একটি ঘাঁটি করতে দিয়েছিল পাকিস্তান। তারপর ১৯৮০'র দশকে আফগানিস্তান থেকে সোভিয়েতদের তাড়ানোর যুদ্ধে পাকিস্তান তাদের ভূমি উন্মুক্ত করে দিয়েছিল। আমেরিকানরা পয়সা জোগালেও মুজাহেদিনদের প্রশিক্ষণ থেকে শুরু করে ঘাঁটি তৈরি- সবই করেছিল পাকিস্তান।

কিন্তু বিরোধের সূচনা হয় ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার পর থেকে। আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে এবং পাকিস্তানকে সেই যুদ্ধের সরবরাহ রুট হিসেবে ব্যবহার করতে শুরু করে। সে সময় রফা হয়, যুক্তরাষ্ট্র প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তথ্য জোগাড় করবে, অন্যদিকে পাকিস্তান করবে মানুষ দিয়ে। কিন্তু সমস্যা শুরু হলো, আমেরিকা আফগানিস্তানে যে ইসলামি কট্টরপন্থীদের নির্মূল করতে উদ্যোগ নিল, একসময় তাদেরই পাকিস্তান ব্যবহার করেছে আফগানিস্তানে ভারতীয় প্রভাব খাটো করার জন্য। ফলে আফগান যুদ্ধে ওপরে ওপরে পাকিস্তান আমেরিকানদের সহযোগিতার কথা বললেও, ভেতরে ভেতরে এসব ইসলামি কট্টরপন্থীদের সীমান্তে পাকিস্তানের অভ্যন্তরে নিরাপদে থাকার জায়গা করে দিতে শুরু করে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা। ফলে কিছু আল-কায়দা নেতাকে হত্যা বা ধরার জন্য পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সাহায্য করলেও তালেবান বা হাক্কানি নেটওয়ার্কের সিংহভাগ নেতা অক্ষত রয়ে গেছে। এখনও গুরুত্বপূর্ণ বেশ কিছু তালিবান কমান্ডারদের কোয়েটা, পেশোয়ার, করাচী এমনকী রাজধানী ইসলামাবাদেও চলাফেরা করতে দেখা যায়। আর এই বাস্তবতায়, পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য লেনদেনে নিজেরাই উৎসাহ হারাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন একটি উপায়েই পাকিস্তান যুক্তরাষ্ট্রকে কিছুটা বিপদে ফেলতে পারে। তা হলো, আফগানিস্তানে সরবরাহ রুটগুলো বন্ধ করে দেয়া। তবে সেই পথে যাওয়ার ব্যাপারে এখনও পাকিস্তান কিছু বলেনি। পর্যবেক্ষকরা মনে করেন, পাকিস্তান এখন বড়জোর যেটা করতে পারে তা হলো আমেরিকার সরবরাহের ওপর বাড়তি ট্রানজিট কর বসানো এবং সরবরাহ প্রক্রিয়ায় ইচ্ছা করে বিলম্ব তৈরি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে, কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে, সেটা ভাবার এখনও সময় আসেনি। সূত্র: বিবিসি বাংলা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT