মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৭ই বৈশাখ ১৪৩১
Smoking
 
যুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা, সেনাবাহিনী মোতায়েন
প্রকাশ: ১০:০৩ am ২৪-০৫-২০১৭ হালনাগাদ: ১০:০৬ am ২৪-০৫-২০১৭
 
 
 


যুক্তরাজ্যে সোমবারের সন্ত্রাসী হামলার পর দেশটিতে হামলার হুমকি সংক্রান্ত সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ‘সংকটপূর্ণ’ বলে ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে ‘অপারেশন টেম্পেরার’ নামে সেনাবাহিনীর ইউনিট নামানো হচ্ছে। বিবিসি

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সতর্ক করে দিয়ে বলেছেন, সোমবারের হামলার পর ব্রিটেনে আরো সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

তিনি বলছেন, শঙ্কার মূল কারণ, সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদি একাই হামলা চালিয়েছে, না এর পেছনে আরো মানুষ সক্রিয় রয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে এ হামলা চালানো হয়। যে ব্যক্তি এই আত্মঘাতী হামলা করেছে ইতোমধ্যে তার পরিচয় প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদি।

লিবীয় বংশোদ্ভূত ২২ বছর বয়সী ওই মুসলিম তরুণ ম্যানচেস্টার শহরেই জন্মেছেন ও বেড়ে উঠেছেন।

নিরাপত্তা বাহিনী বলছে, সালমান আবেদি এই হামলার মাত্র কয়েকদিন আগেই বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। বহু বছর ব্রিটেনে বসবাসের পর তার পরিবার লিবিয়ায় ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইসলামিক স্টেটদাবি করেছে, তাদের একজন সমর্থক এই হামলা চালিয়েছে।

সোমবারে ম্যানচেস্টার শহরে একটি কনসার্টে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ জন আর আহত হয়েছে মোট ৫৯ জন। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT