বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত
প্রকাশ: ১২:২৭ pm ২৬-১১-২০১৭ হালনাগাদ: ১২:৩১ pm ২৬-১১-২০১৭
 
 
 


ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া ৬ মাসের জামিন ৪ মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ নির্দেশ দেন ।  ২২ অক্টোবর তার পাসপোর্ট বিচারিক আদালতে জমা রাখার শর্তে  বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে ৬ মাসের জামিন দেন। হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আদেনের পর ২৫ অক্টোবর চেম্বার বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন ।  গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয়মাসের জামিন দিলে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ । সে আবেদনের প্রেক্ষিতে গত ১৯ মার্চ মিনার চৌধুরীর জামিন বাতিল করে দেন আপিল বিভাগ । একইসঙ্গে ৬ মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দেন। ২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে একরামকে হত্যা করে । এ ঘটনায় তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনার চৌধুরীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT