শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তিতে আগ্রহী ফিলিস্তিন
প্রকাশ: ০৩:৩৪ pm ১১-১২-২০১৬ হালনাগাদ: ০৩:৪০ pm ১১-১২-২০১৬
 
 
 


বাংলাদেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তিতে আগ্রহী ফিলিস্তিন।

রোববার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সঙ্গে দেখা করে এ আগ্রহের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রশিদ মালিকী।

সাক্ষাৎ শেষে ফিলিস্তিনি পররাষ্টমন্ত্রী সাংবাদিকদের জানান, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আসন্ন বাংলাদেশ সফরে দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হবে।

তিনি বলেন, “বাংলাদেশ জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বন্ধু। বাংলাদেশের রয়েছে পাকিস্তানের কাছ থেকে লড়াই করে স্বাধীন হওয়ার অভিজ্ঞতা। ফিলিস্তিনি জনগণের কাছে বাংলাদেশ একটি অনুপ্রেরণার নাম।

এসময় তোফায়েল আহমেদ বলেন, “ফিলিস্তিনকে সবসময় সমর্থন করে বাংলাদেশ।”

তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী আরবি ভাষায় অনুবাদ করেছে ফিলিস্তিন। রোববারই আত্মজীবনীটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন রশিদ মালিকী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT