শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে মুক্তি
প্রকাশ: ১০:৩০ am ০৯-০১-২০১৮ হালনাগাদ: ১০:৩২ am ০৯-০১-২০১৮
 
 
 


বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন।  সোমবার (৮ জানুয়ারি) দুপুরে কারাবন্দির এক মাস চার দিন পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির খবরটি নিজেই নিশ্চিত করে আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর হাইকোর্ট এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। এরপর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বুধবার আদালত তার জামিনাদেশ দেন। ২০১০ সালে জাতীয় ফুটবল দল থেকে অবসর নেন দেশের অন্যতম সেরা এই গোলরক্ষক। এরপর তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকায় এলাকায় দলীয় নেতাকর্মীদের শোডাউন থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT