শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ফিলিপাইনে আইএসপন্থী ইসলামী জঙ্গিদের মধ্যে তিন বাংলাদেশি
প্রকাশ: ১২:৩২ am ২৫-০৬-২০১৭ হালনাগাদ: ১২:৩৫ am ২৫-০৬-২০১৭
 
 
 


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত আইএসপন্থী ইসলামী জঙ্গিদের মধ্যে তিন বাংলাদেশিসহ ৮৯ জন বিদেশি যোদ্ধা রয়েছে। বিবিসি, আলজাজিরা। ম্যানিলা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ৮৯ বিদেশি যোদ্ধা মারাওয়ি শহরসহ মিন্দানাওয়ের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে ফিলিপাইন পুলিশের কাছে। এর মধ্যে ২৮ জন ইন্দোনেশীয়, ২৬ জন পাকিস্তানি, ২১ জন মালয়েশীয়, চারজন আরব, তিনজন বাংলাদেশি, একজন ভারতীয় ও একজন সিঙ্গাপুরি। বাকি পাঁচজনের জাতীয়তা সম্পর্কে গোয়েন্দারা নিশ্চিত হতে পারেনি। ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র এরনেস্তো আবেলা  গতকাল এক বিবৃতিতে বলেন, মিন্দানাওয়ে ৮৯ জন সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসী থাকার তথ্য কর্তৃপক্ষ যাচাই করে দেখছে। তারা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া হয়ে মিন্দানাও দিয়ে ফিলিপাইনের সীমান্তে প্রবেশ করে থাকতে পারে। এ কারণে সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার কথা বলেন মুখপাত্র। ইসনাইলন হাপিলন নামে এক ব্যক্তিকে গত বছর দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের ‘আমির’ ঘোষণা করা হলে তাকে জীবিত বা মৃত ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকার। ওই জঙ্গি নেতাকে ধরতে মারাওয়িতে ফিলিপাইন সেনাবাহিনীর একটি ব্যর্থ অভিযানের পর গত ২৩ মে শহরটি দখল করে নেয় হাপিলনের অনুসারী মাউতি জঙ্গিরা। তখন থেকেই ইসলামী ওই জঙ্গি দল দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে সেনা কর্মকর্তাদের ধারণা। ওই ঘটনার পর থেকে শহরটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। দুইপক্ষের সংঘর্ষের মধ্যে অন্তত ১ লাখ ৮০ হাজার মানুষ শহরটি থেকে সরে যেতে বাধ্য হয়েছে। গত শুক্রবার পর্যন্ত ২৮৯ জন জঙ্গি, ৮৯ জন সৈন্য, ২৬ জন বেসামরিক নাগরিক এই যুদ্ধে নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে অন্তত আটজন বিদেশি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT