শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
প্রথমবারের মতো ৮৪ পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি
প্রকাশ: ১২:৩০ pm ০৭-১১-২০১৭ হালনাগাদ: ০১:৩১ pm ০৭-১১-২০১৭
 
 
 


বাংলাদেশে প্রথমবারের মতো ৮৪ পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি দিয়ে তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৬ নভেম্বর) রাতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে যেসব পরিবারের সদস্যরা নিয়মিতভাবে কর পরিশোধ করে আসছেন, সেসব পরিবারের হাতে বুধবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে বলে জানিয়েছে এনবিআর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দীর্ঘদিন ধরে যেসব পরিবারের সব সদস্য কর দিয়ে আসছেন, ওই পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ ঘোষণার পরিকল্পনার কথা জানান। চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। সেই অনুযায়ী সোমবার (৬ নভেম্বর) এনবিআর প্রথমবারের মতো সারা দেশের ৮৪ কর বাহাদুর পরিবারের নাম প্রকাশ করে। এই তালিকায় ঢাকা থেকে রয়েছে ১৬টি পরিবার, চট্টগ্রাম থেকে রয়েছে ৮টি পরিবার আর দেশের বাকি ৬২ জেলা থেকে আছে ৬০টি পরিবার। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা থেকে মনোনয়নের জন্য যোগ্য কোনো পরিবার পাওয়া যায়নি। ঢাকার ‘কর বাহাদুর পরিবার’-এর তালিকায় প্রথমে রয়েছে মিস খাজা তাজমহল ও তাঁর পরিবার। দ্বিতীয় স্থানে রয়েছে এ বি এম শফিউল আলমের পরিবার। তৃতীয় অবস্থানে রয়েছে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর পরিবারের নাম। এ ছাড়া ঢাকার তালিকায় নাম রয়েছে মিসেস হোসনে আরা হোসেন, সৈয়দ হাসান ইমাম, মিজানুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আব্দুস সালাম মুর্শেদী, আব্দুল কাদির মোল্লা, মো. কাউছ মিয়া, সৈয়দ আবুল হোসেন, আবদুল হক, সৈয়দ নুরুল ইসলাম, আহমেদ আকবর সোবহান, এ কে এম রহমতুল্লাহ ও আবদুল মাতলুব আহমাদের পরিবার।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT