শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার ভূমিকম্প
প্রকাশ: ০৫:৪৩ am ১৩-১১-২০১৬ হালনাগাদ: ০৫:৪৫ pm ১৩-১১-২০১৬
 
 
 


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে ৭.৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাত ১১ টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। 

ক্রাইস্টচার্চ থেকে ৭৫ মাইল উত্তরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির ভূপৃষ্ট থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এদিকে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। ভূমিকম্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোনো সুনামি সর্তকতা রয়েছে কিনা সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

পাঁচ বছর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চের দক্ষিণে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় দু’শ’ মানুষের প্রাণহানি হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT