শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ধান ২৪, চাল ৩৪ টাকায় কিনবে সরকার
প্রকাশ: ০৪:০৪ pm ১৬-০৪-২০১৭ হালনাগাদ: ০৪:০৭ pm ১৬-০৪-২০১৭
 
 
 


কৃষকের কাছ থেকে এ বছর ২৪ টাকা কেজি ধরে ধান, ৩৪ টাকায় চাল ও ২৮  টাকা কেজি ধরে গম কিনবে সরকার। গত বছর সরকার ধান কিনেছিল ২৩ টাকা এবং চাল ৩২ টাকা দরে।

রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
 
বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান, খাদ্যমন্ত্রী অ্যডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, এ বছর ধান সংগ্রহ করা হবে ৮ লাখ মেট্রিক টন এবং চাল সংগ্রহ করা হবে ৭ লাখ মেট্রিক টন। সরকার ধান-চাল কেনার মূল্য কৃষককে সরকারি অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পরিশোধ করবে। যাতে মধ্যস্বত্বভোগীদের কোনো দৌরাত্ম না থাকে। কৃষকরা যাতে উচিত মূল্য পায়।

বৈঠকে উপস্থিতি ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকট কামরুল ইসলাম।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT