বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
তিন মামলায় তারেককে আত্মসমর্পণের নির্দেশ
প্রকাশ: ১২:০০ am ২৯-১১-২০১৬ হালনাগাদ: ০৫:১৯ pm ২৯-১১-২০১৬
 
 
 


তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা তিন মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে  আত্মসমর্পন করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল তিতাস হিল্লোল রেমা উপস্থিত ছিলেন।

আদালত একই সঙ্গে ওই তিনটিসহ মোট পাঁচটি মামলার ওপর জারিকৃত হাইকোর্টের রুল খারিজ করে দেন। ফলে এসব মামলার বিচারকাজ চলতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

 ২০০৭ সালে চাঁদাবাজি ও আয়কর ফাঁকির অভিযোগে গুলশান, কাফরুল, শাহবাগ থানায় তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই সময় মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও জারি করেন। সম্প্রতি এসব মামলার রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসে।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT