শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
চিকিৎসায় নোবেল জিতে নিলেন তিন মার্কিন বিজ্ঞানী
প্রকাশ: ০৪:৫৭ pm ০২-১০-২০১৭ হালনাগাদ: ০৪:৫৯ pm ০২-১০-২০১৭
 
 
 


চিকিৎসাশাস্ত্রে চলতি বছর নোবেল পুরস্কার জিতে নিলেন জেফ্রে সি হল, মাইকেল রসবাশ এবং মাইকেল ডব্লিউ ইয়ং। তারা তিনজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন করে তারা নোবেল পেয়েছেন। সোমবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বেলা ৩টা) সুইডেনের স্টকহোমে নোবেল পুরস্কার কমিটি যৌথভাবে এই তিন নোবেল জয়ীর নাম ঘোষণা করে। পুরস্কার হিসেবে তারা ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন। উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১৯০১ সালের পর থেকে এখন পর্যন্ত চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেয়া হয়েছে ১০৭ বার। এর মধ্যে ১২ বার চিকিৎসার নোবেল পেয়েছেন নারীরা। মঙ্গলবার (০৩ অক্টোবর) পদার্থ, বুধবার (০৪ অক্টোবর) রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে। জীবদেহ কেমন করে ত্রুটিপূর্ণ কোষ ধ্বংস করে নিজের সুরক্ষার ব্যবস্থা করে, আর কোষ কীভাবে নিজের আবর্জনা প্রক্রিয়াজাত করে সুস্থ থকে, সেই রহস্য যে আলো ফেলে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি গতবছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন।

সূত্র : রয়টার্স

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT