রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৫ই বৈশাখ ১৪৩১
Smoking
 
খাগড়াছড়িতে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে ১৫জন আহত
প্রকাশ: ১২:২৬ pm ২২-০৩-২০১৮ হালনাগাদ: ১২:২৮ pm ২২-০৩-২০১৮
 
 
 


খাগড়াছড়ির ভাইবোন ছড়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে ১৫জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন বৈশু রানী, প্রসুত, জগেন্দ্র, ধনি, পপি, সমাপ্রীতি, অনিসা, রমেশ্বর ও মনসু ত্রিপুরা। আহতদের মধ্যে সমাপ্রীতির অবস্থা আশংকাজনক।

জানা যায়, সকালে ভাইবোনছড়ার বড়পাড়া এলাকা থেকে খাগড়াছড়িতে বেচাবিক্রি করার জন্য কৃষিপণ্য নিয়ে চাঁদের গাড়িটি আসার পথে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা সবাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন।

খাগড়াছড়ির সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সূত্রে জানা যায়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT