শুক্রবার, ১০ মে ২০২৪ ২৭শে বৈশাখ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় রোকেয়া দিবসের আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ১০:৪৯ am ২৬-১২-২০১৭ হালনাগাদ: ১০:৫১ am ২৬-১২-২০১৭
 
 
 


এস এম জামাল, কুষ্টিয়া: কুষ্টিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সোমবার বিকালে কমিটির সভানেত্রী বেগম নূরজাহানের মীনার বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সমিতি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বেগম নূরজাহানের মীনা। কমিটির সহসভাপতি জহরত আরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক ডাঃ আসমা জাহান লিজা। বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত। বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের নবগাগরণের সূচনালগ্নে নারী শিক্ষা ও নারী জাগরণে তিনিই প্রধান নেতৃত্ব দেন। বক্তার আরও বলেন, সাহিত্যচর্চা, সংগঠন পরিচালনা ও শিক্ষা বিস্তারের মাধ্যমে বেগম রোকেয়া সমাজ সংস্কারে এগিয়ে আসেন এবং স্থাপন করেন উজ্জ্বল দৃষ্টান্ত। বেগম রোকেয়ার আদর্শ, সাহস, কর্মময় জীবন নারী সমাজের এক অন্তহীন প্রেরণার উৎস। বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত উল্লেখ করে বক্তারা আরও বলেন, 'তিনি আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করেই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।' পরে শতাধীক অসহায় দু:স্থ্য নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ড. শর্মিষ্ঠা হোসেন। এসময় সমিতির সদস্য বনানী হাসান, নূরী হক, নাজমা সুলতানা মিনু, শেফালী খন্দকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে কমিটির নবর্নিাচিত সভাপতি নুরজাহান মীনা ও সাধারন সম্পাদক ডা: আসমা জাহান লিজাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT