শুক্রবার, ১০ মে ২০২৪ ২৭শে বৈশাখ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় পৌঁছালেন রাষ্ট্রপতি
প্রকাশ: ০৩:১০ pm ০৬-০১-২০১৮ হালনাগাদ: ০৪:৩৯ pm ০৬-০১-২০১৮
 
 
 


কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার দুপুর ২টা ০৫ মিনিটে কুষ্টিয়া স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। পরে তিনি কুষ্টিয়া সার্কিট হাউসে যান। বিকেল সাড়ে ৩টায় রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এসময় তিনি কুঠিবাড়ি প্রাঙ্গণে একটি বকুল ফুলের চারা রোপণ করবেন। সেখানে প্রত্ততত্ব অধিদফতর ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। পরে আবার সার্কিট হাউজে ফিরবেন এবং সন্ধ্যায় ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শন করবেন। এদিকে দীর্ঘ ১৬ বছর পর রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রোববার দুপুরে  অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ সমাবর্তন। এ উপলক্ষে ইবি ক্যাম্পাস, কুঠিবাড়ি ও আখড়াবাড়িকে সাজানো হয়েছে নতুন সাজে। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে সনদ বিতরণ করবেন।

এস এম জামাল, কুষ্টিয়া থেকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT