শুক্রবার, ১০ মে ২০২৪ ২৭শে বৈশাখ ১৪৩১
Smoking
 
কাবুলে একটি স্থানীয় টিভি স্টেশনে বন্দুকধারী হামলা
প্রকাশ: ০২:৫৮ pm ০৭-১১-২০১৭ হালনাগাদ: ০৩:০১ pm ০৭-১১-২০১৭
 
 
 


আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্থানীয় টিভি স্টেশনে বন্দুকধারী হামলা করেছে। মঙ্গলবারের (৭ নভেম্বর) এ ঘটনায় অনেকে হতাহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরা গ্রেনেড এবং গুলি ছুড়তে ছুড়তে সামসাদ টিভির সদর দফতরে প্রবেশ করে।

সেখান থেকে পালিয়ে আসা এক সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, হামলাকারীরা এখন টিভি ভবনের ভেতরে রয়েছে এবং সেখান থেকে গুলি শব্দ শোনা যাচ্ছে। তিনি বলেন, "আমার কয়েকজন সহকর্মী নিহত এবং আহত হয়েছে। আমি পালিয়ে আসতে সক্ষম হয়েছি।" ভবনটিতে ১০০ জনেরও বেশি কর্মী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলার নেপথ্যে কারা তা এখনও পরিষ্কার নয়। সাম্প্রতিক সময়ে আফগান রাজধানী বার বার জঙ্গি সংগঠন তালেবান এবং আইএসের হামলার শিকার হচ্ছে।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT