শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
একনেকে আট প্রকল্পের অনুমোদন
প্রকাশ: ০৩:৩০ pm ৩১-০১-২০১৭ হালনাগাদ: ০৩:৪১ pm ৩১-০১-২০১৭
 
 
 


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১২ হাজার ৫৫০ কোটি ৭৮ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পে অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১২ হাজার ৫৫৫ কোটি ৭৮ লাখ টাকা।  এর মধ্যে সরকারি অর্থায়ন নয় হাজার ১৯২ কোটি ৩৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৭৩ কোটি ৫৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য দুই হাজার ৪৮৪ কোটি ৮৫ লাখ টাকা।

প্রকল্পগুলো হলো, স্থানীয় সরকার সহায়তা প্রকল্প তৃতীয় পর্যায় (এলজিএসপি), যাতে ব্যয় হবে পাঁচ হাজার ৫৩৫ কোটি টাকা।

এছাড়া ৪১৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প, দুই হাজার ৬৩৫ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৪২১ কোটি নয় লাখ টাকা ব্যয়ে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), মিরপুর সেনানিবাসের অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্প, দুই হাজার ৮৩২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে অন্যান্য আবাসিক এলাকার উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প, ১৩৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নাটোর রোড (রুয়েট) হতে রাজশাহী বাইপাস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, বরিশাল ও সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং রেঞ্জ রিজার্ভ লাইন নির্মাণ, যার ব্যয় ২৩১ কোটি ৬৫ লাখ টাকা, পটুয়াখালী-পায়রা ২৩০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩৬ কোটি ১ লাখ টাকা।

বৈঠকে  আরো উপস্থিত ছিলেন- সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ ও আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT