শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আবার কমছে সোনার দাম
প্রকাশ: ১২:০০ am ২১-১১-২০১৬ হালনাগাদ: ১১:২৭ am ২১-১১-২০১৬
 
 
 


মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ফের কমছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতনের কারণেই সোনার দাম কমানো হচ্ছে।

রোববার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৯৯১ টাকা পর্যন্ত কমানো হচ্ছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ২৫ হাজার ২০ টাকা।

সোনার দাম কমলেও বাড়ছে রুপার দর। কাল থেকে রুপার ভরি ৯৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকা হচ্ছে। প্রতি ভরিতে দাম বাড়ছে ১১৭ টাকা।

পূর্বনির্ধারিত দামে রোববার সোনার দাম রাখা হচ্ছে। দাম সমন্বয়ের কারণে কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে ৮১৬ টাকা, ১৮ ক্যারেটে ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৯৯০ টাকা কম রাখা হবে।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT