রবিবার, ১৯ মে ২০২৪ ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
অবশেষে রোহিঙ্গাদের নিয়ে মুখ খুললেন অং সান সু চি
প্রকাশ: ১১:১৩ am ০৭-০৯-২০১৭ হালনাগাদ: ১১:১৪ am ০৭-০৯-২০১৭
 
 
 


অবশেষে রোহিঙ্গাদের নিয়ে মুখ খুললেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেত্রী অং সান সু চি। বিশ্বজুড়ে নিন্দার ঝড়, আন্তর্জাতিক চাপের মুখে থাকা শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি পাশ কাটিয়ে বলেছেন তাদের দুর্দশা নিয়ে ‘ভুয়া সংবাদ’ ছড়ানো হচ্ছে। তারা সুরক্ষিত এবং ভালো আছে। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের সবাইকেই তার সরকার সুরক্ষা দিচ্ছে। এদিকে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা ইস্যু নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। বিবিসি, আলজাজিরা। প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলার সময় সু চি রোহিঙ্গাদের নিয়ে এসব কথা বলেন। এ বিষয়ে এটি তার প্রথম মন্তব্য। বাস্তব পরিস্থিতিকে ভুয়া ছবি ও খবরের মাধ্যমে বিকৃত করে সন্ত্রাসীদের স্বার্থে প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হলেও সু চি আগের মতোই উল্টো সুরে দায়ী করেছেন ‘বিদ্রোহীদেরকে’, সেনাবাহিনীকে নয়। তার দাবি, বিভ্রান্তিকর তথ্য বিপুল পরিমাণে ছড়িয়ে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমস্যা সৃষ্টির চেষ্টা চলছে। সু চি এরদোগানকে বলেছেন, তার সরকার ইতোমধ্যেই যতটা সম্ভব রাখাইনের সব মানুষকে রক্ষা করার চেষ্টা করছে। সু চি বলেন, মানবাধিকার ও গণতান্ত্রিক সুরক্ষা থেকে কাউকে বঞ্চিত করার অর্থ কী, তা আমরা বেশিরভাগ মানুষের চেয়ে ভালোভাবে জানি। আর তাই আমরা দেশের সব মানুষের জন্য সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করছি। এটি শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও মানবিক অধিকারও বটে। বিবৃতিতে সু চি আরও বলেন, রাখাইন পরিস্থিতি নিয়ে প্রচুর অপ-তথ্য এবং ছবি ছড়ানো হচ্ছে। এগুলো সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করছে। ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমস্যা সৃষ্টি করাই এর উদ্দেশ্য। তুরস্কের উপ-প্রধানমন্ত্রীর টুইটারে পোস্ট করা নিহত রোহিঙ্গার ছবির প্রসঙ্গ টেনে সু চি দাবি করেন, ওই ছবি মিয়ানমারের নয়, অন্য কোথাও তোলা। বাংলাদেশকে ধন্যবাদ : রাখাইন প্রদেশের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি রোহিঙ্গা শরণার্থীদের ঢুকতে দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি বলেন, ‘অসহ্য যন্ত্রণা ও হতাশার শিকার প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। শরণার্থীদের দেশে প্রবেশের সুযোগ দেওয়ার সিদ্ধান্তের জন্য আমি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা উৎসাহব্যঞ্জক।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT