বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
তিন তরুণ শিক্ষার্থীর "বাজেট কম"
প্রকাশ: ০১:২৫ pm ১৯-১১-২০১৭ হালনাগাদ: ০১:৩৮ pm ১৯-১১-২০১৭
 
 
 


ধানমন্ডি ২৮ নম্বর রোডে বাজেট কম রেস্তোরাঁবাজেট কম। এখানে পাওয়া যায়  সস্তা পাস্তা, গরিবের খিচুড়ি, কম দামি রাইস বোল, বাজেট বার্গার। 

ধানমন্ডি ২৮ নম্বর সড়কে স্বল্প পরিসরে দৃষ্টিনন্দন মোবাইল ফুড কার্ট বাজেট কম? তিন তরুণ শিক্ষার্থী এর উদ্যোক্তা। 

ধানমন্ডি ২৮ নম্বর সড়কে ঢুকতে চোখে পড়ে ছোট ছোট জটলা। একজন তরুণী ছোট্ট একটি কার্টে কাবার বানাচ্ছে। ভিড় ঠেলে সামনে যেতেই একজন হাস্যোজ্জ্বল তরুণ অভ্যর্থনা জানাচ্ছে। করছে অর্ডার তদারকি। লোকাল চপস্যুই, ফ্রেঞ্চ বাংলা ফ্রাই—সব খাবার তৈরি হয় চোখের সামনে।

 জুনিয়র ল্যাবরেটরি স্কুল ও রাস্তার অপর পাড়ে ড্যাফোডিল ইউনিভার্সিটি। ফলে ক্রেতা-ভোক্তার বড় অংশ শিক্ষার্থী।   

 ৬০ টাকায় পাচ্ছেন ‘গরিবের খিচুড়ি’ আর আচারি ডিম ভুনা। আর কম দামি রাইস বোল সঙ্গে চিকেন কারি ১০০ টাকায়।

বাজেট কম-এর কর্নধারও ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রী তাসমিয়া ঋষা। সাংবাদিকতা ও গণযোগাযোগের স্নাতকোত্তর পর্বের এই শিক্ষার্থী জানান, তাঁর স্বপ্ন ছিল একটি ভ্রাম্যমাণ রেস্তোরাঁ করবেন। কারণ রান্না করা তাঁর শখ। খেতে যেমন ভালোবাসেন, তেমনি খাওয়াতে আরেও বেশি ভালোবাসেন। তবে এখন তাঁর লক্ষ্য স্বল্প খরচে ভালো খাবার পরিবেশন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ছাত্র বাসার বাইরে থাকার সুবাদে প্রতিদিনই কোনো না কোনো হোটেলে তাদের খেতে হয়। এতে পকেট ফাঁকা হয় ঠিকই, কিন্তু মানসম্মত খাবার সব সময় পাওয়া যায় না। স্বাদ আর সাধ্যের মিল ঘটানো ধানমন্ডি এলাকায় একটু কষ্টকর বটে।

এই উদ্যোগে তাসমিয়া সঙ্গী হিসেবে পেয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশতিয়াক আহমেদ ও মুনিম আহমেদকে ।

দোকানটি ধানমন্ডির আশপাশের বাড়ি থেকেও খাবারের অর্ডার পাওয়া যায়। ৬০ টাকার গরিবের খিচুড়ি, ৯০ টাকার লোকাল চপস্যুই, ৬৫ টাকার সস্তার পাস্তার চাহিদা এখানে বেশি। তবে বিকেলে ফ্রেঞ্চ বাংলা ফ্রাইটা বেশি চলে।

পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করতে পারার আনন্দটাই এখানে বড় মবে করেন আরেক উদ্যোক্তা ইশতিয়াক আহমেদ। তবে স্বপ্ন এখন ডালপালা মেলছে। বাজেট কমকে চেইনশপ হিসেবে দেখতে চান তাঁরা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT