বুধবার, ১২ জুন ২০২৪ ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ
টেস্ট র‌্যাংকিংয়ে আটে উঠার হাতছানি টাইগারদের
প্রকাশ: ০৯:৫৭ am ২৮-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৫৯ am ২৮-০৯-২০১৭
 
 
 


টেস্ট র‌্যাংকিংয়ে ওপরের সারির দল দক্ষিণ আফ্রিকা। তাই তাদের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশের উপঢৌকনও বেশ বড়ই হবে। আফ্রিকার মাটিতে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট এক লাফে বেড়ে যাবে অনেকটাই। টেস্ট র‌্যাংকিংয়ে সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে পাল্লা দিয়ে টেস্টেও দারুণ করছে বাংলাদেশ দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোর সঙ্গে সিরিজ ড্র করেছে টাইগাররা। যার ফলে ওয়ানডের মতো টেস্ট র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে। তবে টেস্টে এখনও নয় নম্বরে রয়ে গেছে মুশফিকুর রহিমের দল। টাইগারদের পেছনে কেবল জিম্বাবুয়ে। এবার বাংলাদেশের সামনে আট নম্বরে ওঠার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের অন্তত একটি ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। তাহলেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে আট নম্বরে উঠে আসবে লাল-সবুজের দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে না পারলেও ৫ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। তবে র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি, ৯ নম্বরেই রয়ে গেছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৯। পাঁচ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় এখন হয়েছে ৭৪। দক্ষিণ আফ্রিকাকে অন্তত একটি ম্যাচে হারাতে পারলেই ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৮। টাইগাররা যদি ২-০ ব্যবধানে সিরিজটা জিতে নেয় তাহলে বাংলাদেশের সংগ্রহ হবে ৮৫ পয়েন্ট। ১২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। ১১০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১০৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। আর ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। উল্লেখ্য, আজ পচেফস্ট্রমে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT