শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কার্যক্রম স্থগিত
প্রকাশ: ০৯:০০ am ২৩-০৬-২০১৮ হালনাগাদ: ১১:১২ am ২৩-০৬-২০১৮
 
 
 


বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কার্যক্রম স্থগিত করেছে মালয়েশিয়‍া। মানবসম্পদ পাচারের অভিযোগের মুখে থাকা একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান।

একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, একটি চক্র মালয়েশিয়া সরকারের শীর্ষ মহলের যোগসাজশের মাধ্যমে বাংলাদেশে এজেন্ট অনুমোদন দিয়ে একচেটিয়াভাবে মানবসম্পদ নিয়ে যাচ্ছিলো। এ চক্রের নেতৃত্বে প্রবাসী এক বাংলাদেশির নাম এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, সিন্ডিকেট গড়ে তুলে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে চক্রটি। ২০১৬ সাল থেকে এ যাবৎ এক লাখের বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় গেছেন এবং অপেক্ষায় রয়েছে আরো একলাখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT