শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ১০:০০ am ০৭-১২-২০১৭ হালনাগাদ: ১০:০৩ am ০৭-১২-২০১৭
 
 
 


মার্কিন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি ভাষণে এই বিতর্কিত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। ইসরায়েলের সকল দূতাবাস তেল আবিবে অবস্থিত। মার্কিন দূতাবাসটি সেখান থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে কি না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ১৯৯৫ সাল থেকে প্রতি ছয় মাস অন্তর সে সিদ্ধান্ত জানাতে হয়। এত দিন পর্যন্ত সব প্রেসিডেন্টই পরবর্তী ছয় মাসের জন্য সিদ্ধান্তটি স্থগিত করতেন। তবে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ইসরায়েল ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু ফিলিস্তিন এবং আরব দেশগুলো সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলবে। ফিলিস্তিনে নিযুক্ত যুক্তরাজ্যের প্রতিনিধি ম্যানুয়েল হাসাসিয়ান বলেছেন, এই পরিবর্তন দুই রাষ্ট্রের শান্তি প্রক্রিয়ার জন্য মৃত্যুর পরোয়ানা স্বরূপ এবং এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ট্রাম্পের এ সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে দেশটির শিক্ষামন্ত্রী একটি কূটনৈতিক সম্মেলনে বলেছেন, জেরুজালেম চিরকালই ইসরায়েলের রাজধানী। এ বিষয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, মধ্যপ্রাচ্যের স্থিতাবস্থাকে সম্মান প্রতি সম্মান দেখানো উচিত। সেজন্য সংশ্লিষ্ট সকলকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। পুরো বিশ্বের সকল ধর্মের মানুষদের কাছে পবিত্র নগরী জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ শহরটি নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুগের পর যুগ ধরে চলছে দ্বন্দ্ব-সংঘাত-সহিংসতা। ১৯৬৭ সালে ফিলিস্তিনের কাছ থেকে জেরুজালেম কেড়ে নেয় ইসরাইল। তারপর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়। অপরদিকে পিতৃভূমি হিসেবে ফিলিস্তিনিরাও নিজেদের রাজধানী হিসেবে দাবি করে জেরুজালেমকে। কিন্তু এ সমস্যার সমাধান হয় নি। যুক্তরাষ্ট্রের অনেক শক্তিধর প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তা হয়ে উঠেনি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতেই তিনি বুধবার (৬ ডিসেম্বর) জেরুজালেমকে স্বীকৃতি দিতে পারেন। তবে ট্রাম্পকে এমন সিদ্ধান্ত না নেওয়ার জোরালো দাবি মুসলিম বিশ্বের। তার এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT