শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত
প্রকাশ: ০২:৪০ pm ১৬-১২-২০১৭ হালনাগাদ: ০২:৪২ pm ১৬-১২-২০১৭
 
 
 


শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত এবং কমপক্ষে ৩৪০ জন আহত হয়েছে।  জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই ঘোষণার পরপরই জেরুজালেম, গাজা উপত্যকা, পশ্চিম তীরের রামাল্লা, হেবরন, বেথলেহেম, নাবলুস, কালকিলিয়া, তুলকার্ম ও জেনিনের রাস্তায় নেমে আসেন মুক্তিকামী ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু বিক্ষোভকারী। তারপরও দমে যাননি মুক্তিকামী মানুষেরা। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের বিপরীতে তাদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ হতাহতের খবর নিশ্চিত করেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভে অংশ নেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি বাহিনী বাধা দিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT