সুনামগঞ্জের ছাতক উপজেলার পালপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংর্ঘষে ৪০ জন আহত হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পালপুরের নূর মোহাম্মদ ও আবুল হোসেনের মধ্যে গ্রাম্য সালিশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামাতে দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হয়। তাদের স্থানীয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাতক থানার উপ-পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম জানান, সংঘর্ষ থামাতে পুলিশ বাধ্য হয়ে দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।