শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৪ই বৈশাখ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৮ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ০৮-০২-২০১৮ হালনাগাদ: ০৯:১২ am ০৮-০২-২০১৮
 
 
 


১৬৩৯ সালের এই দিনে মোগলসেনা অধিনায়ক হিসেবে দারা শিকোহ পারস্যের বিরুদ্ধে কান্দাহারে প্রথম অভিযান চালান।

১৭০৫ সালের এই দিনে আওরঙ্গজেব শেষবারের মতো সামরিক অভিযান করেন।

১৭২৫ সালের এই দিনে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট পরলোকগমন করেন এবং তার স্ত্রী ক্যাথারিন রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন।

১৯০৪ সালের এই দিনে রুশ-জাপান যুদ্ধের সূচনা হয়।

১৯১৫ সালের এই দিনে ডি ডব্লিউ গ্রিফিথ নির্মিত ঐতিহাসিক ছবি বার্থ অব এ নেশন প্রথম প্রদর্শিত হয়।

১৯২৯ সালের এই দিনে ভারতে সাম্প্রদায়িতক দাঙ্গা বাঁধে।

১৯৪১ সালের এই দিনে তিরিশ বছর প্রবাসে থাকার পর হো-চি-মিন গোপনে ভিয়েতনামে আসেন।

১৯৬৩ সালের এই দিনে আবদুস সালাম আরেফ বার্থ পাটির্র কর্মকর্তাদের সহায়তায় এক রক্তাক্ত সেনা অভ্যুত্থানের মাধমে ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।

১৯৭২ সালের এই দিনে বাংলাদশকে অস্ট্রিয়া ও ওয়েস্টার্ন-সামোয়া স্বীকৃতি দান করে।

১৯৭৬ সালের এই দিনে কক্সবাজারের খনিজ বালু প্রকল্প উদ্বোধন করা হয়।

১৯৭৭ সালের এই দিনে শ্রীলংকার সাথে তিন বছর মেয়াদি বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৯ সালের এই দিনে ইরানের বিমান বাহিনীর সদস্যরা ইমাম খোমেনী (রহ)এর আনুগত্য গ্রহণ করার খবরে ক্ষিপ্ত হয়ে শাহের দেহরক্ষী বাহিনী তেহরানে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়।

১৯৭৯ সালের এই দিনে বোরখার বিরুদ্ধে ৫০ হাজার ইরানি নারী বিক্ষোভ প্রদর্শন করে।

১৯৮৬ সালের এই দিনে ৮ম ওয়ালি আসর নামে এক সেনা অভিযান শুরু করা হয়েছিলো।

১৯৮৭ সালের এই দিনে দীঘিনালায় চাকমা অস্ত্র ধারীদের হাতে ৮ জন নিহত হয়।

১৯৯১ সালের এই দিনে ফ্রান্সের সাথে ইরাকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।

১৮১৯ সালের এই দিনে ইংরেজ প্রাবন্ধিক ও সমালোচক জন রাসকিন জন্ম গ্রহণ করেন।

১৮২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুল ভার্ন, তিনি ছিলেন ফরাসি লেখক।

১৮৭৯ সালের এই দিনে ভারতের সাবেক রাষ্ট্রপতি জাকির হোসেন জন্ম গ্রহণ করেন।

১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ শুম্পটার, তিনি ছিলেন প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী।

১৯০৬ সালের এই দিনে জেরস্ক ফটোকপির উদ্ভাবক চেস্টার ক্যার্লসন জন্ম গ্রহণ করেন।

১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি।

১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জগজিৎ সিং, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক।

১৯৬০ সালের এই দিনে ব্রিটিশ দার্শনিক জন অস্টিন জন্মগ্রহণ করেন।

১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খালেদ মাসুদ, তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার ও অধিনায়ক।

১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম ভেররারস, তিনি আমেরিকান গায়ক ও অভিনেতা।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিসকো জাভিইর গার্সিয়া, তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

১৯৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্ডান টডসেয়, তিনি কানাডিয়ান অভিনেত্রী।

১৮৭২ সালে এই দিনে ভারতের ভাইসরয় আর্ল আফ মেয়ো আততায়ীর হাতে নিহত হন।

১৯১২ সালের এই দিনে নাট্যকার ও নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ মৃত্যুবরণ করেন।

১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়াল্টার ভিলহেল্‌ম গেয়র্গ বোটে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ল্যাংশ অস্টিন, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক (ভাষা)।

১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট রবিনসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেনেস গাবর, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভুত ইংরেজ পদার্থবিদ।

১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কারেল মিলজন, তিনি ছিলেন ডাচ মুষ্টিযোদ্ধা।

১৯৯৫ সালের এই দিনে ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত পরলোকগমন করেন।

১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট রিডগেল্য, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাল্‌ডর লাক্সনেস্‌, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক।

২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চেম কারাচা, তিনি ছিলেন তুর্কি গিটার বাদক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT