শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৬ মার্চ , এই দিনে
প্রকাশ: ০৯:০০ am ০৬-০৩-২০১৮ হালনাগাদ: ১০:৩২ am ০৬-০৩-২০১৮
 
 
 


১৫২২ সালের এই দিনে জার্মানীর ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের দ্বিতীয় বারের মত বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয়।

১৭৭৪ সালের এই দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৭৫ সালের এই দিনে রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৯ সালের এই দিনে নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।

১৮৩৬ সালের এই দিনে ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন ঘটে। এ অভিযানে মোট নিহত হয় ১৮৬ জন।

১৮৯৯ সালের এই দিনে ফলিক্স হফম্যান অ্যাসপিরিন প্যাটেন্ট করেন ।

১৯০২ সালের এই দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।

১৯৩০ সালের এই দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।

১৯৪৪ সালের এই দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।

১৯৫৬ সালের এই দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে ।

১৯৫৭ সালের এই দিনে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে ঘানা স্বাধীনতা লাভ করে।

১৯৭৪ সালের এই দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

১৯৭৫ সালের এই দিনে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৯ সালের এই দিনে যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিষ্ফোরণ হয়, এতে ১০জন নিহত হয় জন এবং আহত হয় আরো দু’শতাধিক নারী-পুরুষ।

১২৫২ সালের এই দিনে ইতালির সাধু রোজ জন্ম গ্রহণ করেন।

১৪৫৯ সালের এই দিনে জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার জ্যাকব জন্ম গ্রহণ করেন।

১৪৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেলেঞ্জেলো, তিনি ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি।

১৫০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন, তিনি ছিলেন দ্বিতীয় মুঘল সম্ৰাট।

১৬১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কয়রানো ডে বেরগেরাক, তিনি ছিলেন ফরাসি লেখক ও নাট্যকার।

১৭৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, তিনি ছিলেন একজন জার্মান আলোকবিজ্ঞানী।

১৮০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত ইতালীয় কবি ও অনুবাদক।

১৮১২ সালের এই দিনে কবি-সম্পাদক ঈশ্বর গুপ্ত জন্ম গ্রহণ করেন।

১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ বোরহানউদ্দিন, তিনি ছিলেন ভারতীয় আধ্যাত্মিক নেতা।

১৯২৮ সালের এই দিনে কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গাব্রিয়েল মার্কুয়েজ জন্ম গ্রহণ করেন।

১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ।

১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চুম্মালি সেয়াসোনে, তিনি লাওসের রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।

১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড জন গিলমোর, তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার।

১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শওকত আজিজ, তিনি পাকিস্তানের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১৫ তম প্রধানমন্ত্রী।

১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হারাল্ড শুমাচের, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিওরগস কারাগউনিস, তিনি সাবেক গ্রিক ফুটবলার।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেভিন-প্রিন্স বোয়াটেং, তিনি ঘানার বংশোদ্ভূত জার্মান ফুটবলার।

১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাইমন মিগ্নলেট, তিনি বেলজিয়াম ফুটবলার।

১৭৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি পেলহাম, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৮৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুইসা মে আল্কট, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও কবি।

১৯০০ সালের এই দিনে জার্মান আবিস্কারক জি. ডায়মলার ৬৪ বছর বয়সে মারা যান।

১৯০০ সালের এই দিনে ইংরেজ রসায়নবিদ জন ডালটন মৃত্যুবরণ করেন।

১৯০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গটলিয়েব ডাইম্লের, তিনি ছিলেন জার্মান ব্যবসায়ী।

১৯৩৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফেরডিনান্ড ভন লিন্ডেমান, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ।

১৯৬২ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী অম্বিকা চক্রবর্তী মৃত্যুবরণ করেন।

১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যল্টান কডালয়, তিনি ছিলেন হাঙ্গেরীয় সুরকার, ভাষাবিদ ও দার্শনিক।

১৯৭১ সালের এই দিনে মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাক মৃত্যুবরণ করেন।

১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পার্ল এস. বাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।

১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেনিস সিডনি ভায়োলেট, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আয়ন রান্ড, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান দার্শনিক, লেখক ও নাট্যকার।

১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জিয়া ও কিফ, তিনি ছিলেন আমেরিকান চিত্রশিল্পী।

১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেলিনা মেরকউরি, গ্রিক অভিনেত্রী, গায়ক ও রাজনীতিবিদ।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স আলব্রেশ্‌ট বেটে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাঁ বাউডরিলারড, তিনি ছিলেন ফরাসি ফটোগ্রাফার ও তাত্ত্বিক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT