শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৫ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ০৫-০৪-২০১৮ হালনাগাদ: ০৯:২১ am ০৫-০৪-২০১৮
 
 
 


১০৪৬ সালের এই দিনে নাসের খসরু তাঁর সাত বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ দিয়েছিলেন পরে তাঁর ‘সাফামামা’ বইটিতে।

১৬১৬ সালের এই দিনে নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ।

১৭৫৩ সালের এই দিনে বৃটিশ যাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।

১৭৯৪ সালের এই দিনে ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদন্ড কার্যকর করা হয়।

১৮৯৯ সালের এই দিনে দৰিণ আফ্রিকা ৩৫ রানে ইংল্যান্ডের বিপক্ষে অল আউট হয়।

১৯১৮ সালের এই দিনে জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।

১৯৩১ সালের এই দিনে ব্রিটিশ গভর্নর জেনারেল ও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।

১৯৪৫ সালের এই দিনে যুগোশ্লাভিয়ায় সোভিয়েত সৈন্যদের প্রবশের অনুমতি দিয়ে দেশটির নেতা টিটো ক্রেমলিনের সাথে একটি চু্ক্তি স্বাক্ষর করেন।

১৯৫১ সালের এই দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।

১৯৬০ সালের এই দিনে কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।

১৯৬৪ সালের এই দিনে লন্ডনে চালকবিহীন স্বয়ংক্রিয় প্রথম পাতাল রেল চালু হয়।

১৫৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস হব্‌স, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক।

১৭৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ-হনোরে ফ্র্যাগোন্যার্ড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও ক্ষোদক।

১৮৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলেস ফেরি, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ৪৪তম প্রধানমন্ত্রী।

১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার হিউস্টন, তিনি ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯০৫ সালের এই দিনে সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবুল কাশেম খান (একে খান), তিনি ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, আইন শাস্ত্রজ্ঞ, ব্যবসায়ী এবং শিল্পপতি।।

১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেটে ডেভিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট ভন কারাজান, তিনি ছিলেন অস্ট্রিয়ান কন্ডাকটর ও ব্যবস্থাপক।

১৯০৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরাল্ড বন্ড, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।

১৯১৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেগরি পেক, তিনি ছিলেন একজন মার্কিন অভিনেতা।

১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভার ইয়্যাভার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গোলাম সামদানী কোরায়শী, তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।

১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো, তিনি ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি।

১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এন্থনি হরোওিটজ, তিনি ইংরেজ লেখক ও চিত্রনাট্যকার।

১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরসান ইল্যুমযহিনভ, তিনি কাল্মইক ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফের্নান্দো মোরিয়েন্তেস, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার ও কোচ।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিমও হিল্ডেব্রান্ড, তিনি জার্মান ফুটবল খেলোয়াড়।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিটসুও অগাসাওারা, তিনি জাপানি ফুটবলার।

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জরিস মাতিজসেন, তিনি ডাচ ফুটবলার।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম রিয়েলয়, তিনি ইংরেজ অভিনেতা।

১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস হিটযলস্পেরগের, তিনি জার্মান ফুটবলার।

১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল চঙ্গরে, তিনি ফরাসি ফুটবল খেলোয়াড়।

০৯০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আবুল আব্বাস আহমেদ ইবনে তালহা আল মুওয়াফফাক, তিনি ছিলেন ইরাকি ১৬শ আব্বাসীয় খলিফা।

১৯২৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন রয় কিলনার, তিনি ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান।

১৯৩২ সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রভাত কুমার মুখোপাধ্যায়, তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক।

১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারমান জোসেফ মুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও শিক্ষাবিদ।

১৯৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চিয়াং কাই-শেক, তিনি ছিলেন চীনা জেনারেল, রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাওয়ার্ড হিউজেস, তিনি ছিলেন আমেরিকান পাইলট, প্রকৌশলী ও পরিচালক।

১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দিব্যা ভারতী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী।

১৯৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আরউইন অ্যালেন গিন্সবার্গ, তিনি ছিলেন আমেরিকান কবি।

২০০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কণিকা বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সল্‌ বেলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।

২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লীলা মজুমদার, তিনি ছিলেন ভারতীয় বাঙালি লেখিকা।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিঙ্গু ওয়া মুথারিকা, তিনি ছিলেন মালাউই অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT