শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৯ নভেম্বর, এই দিনে
প্রকাশ: ১২:০০ am ২৯-১১-২০১৬ হালনাগাদ: ১০:৩৩ am ২৯-১১-২০১৬
 
 
 


১৫২০ সালের এই দিনে স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।
১৫৯৬ সালের এই দিনে রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন।
১৭৭৫ সালের এই দিনে স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
১৭৯২ সালের এই দিনে মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
১৮৩৯ সালের এই দিনে গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
১৮৯৭ সালের এই দিনে ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
১৯১০ সালের এই দিনে ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।
১৯১৩ সালের এই দিনে যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।
১৯১৮ সালের এই দিনে লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।
১৯৩২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।
১৯৪৪ সালের এই দিনে আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।
১৯৪৫ সালের এই দিনে যুগোস্লাভিয়াকে গণপ্রজাতন্ত্রী ফেডারেল রাষ্ট্র ঘোষণা করা হয়।
১৯৪৭ সালের এই দিনে পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখন্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।
১৯৭৬ সালের এই দিনে মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন।
১৯৮৮ সালের এই দিনে প্রলংকারী ঘূর্নিঝড় ও জলোচ্ছাসে বিধ্বস্ত হয় দক্ষিনাঞ্চলের বিস্তীর্ন জনপদ।
১৯৮৯ সালের এই দিনে নবম লোকসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পরাজিত হয়।
১৯৯৪ সালের এই দিনে নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
১৯৯৬ সালের এই দিনে সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৪ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT