শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৪ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৪-০২-২০১৮ হালনাগাদ: ১০:৫৩ am ২৫-০২-২০১৮
 
 
 


১৮৪৮ সালের এই দিনে ফরাসী বিপ্লবোত্তর ফ্রান্স প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার বা দ্বিতীয় প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়।

১৮৭৬ সালের এই দিনে অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে চালু হয়।

১৮৯১ সালের এই দিনে ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।

১৮৯৫ সালের এই দিনে কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৯১৮ সালের এই দিনে রাশিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে এস্তোনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৩৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

১৯৩৯ সালের এই দিনে আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৮ সালের এই দিনে লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।

১৯৪৯ সালের এই দিনে মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।

১৯৫২ সালে এই দিনে ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।

১৯৬৩ সালের এই দিনে জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।

১৯৬৬ সালের এই দিনে ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে ফিলিপাইন স্বীকৃতি দান করে।

১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হয়।

১৯৯১ সালের এই দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।

১৯৯৭ সালের এই দিনে উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকান্ডে দ’শ জন মৃত্যুবরণ করে।

০৫২৫ সালের এই দিনে পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্ম গ্রহণ করেন।

১৩০৪ সালের এই দিনে বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্ম গ্রহণ করেন।

১৫০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পঞ্চম চার্লস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৫৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাটিয়াস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৬১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস লি ব্রুন, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক।

১৭৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিলহেল্ম গ্রিম, তিনি ছিলেন জার্মান লেখক।

১৮৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিও ভন কাপরিভি, তিনি ছিলেন জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরিগ বইটো, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার।

১৮৯২ সালের এই দিনে রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্ম গ্রহণ করেন।

১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইমানুয়েল রিভা, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।

১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস ব্রায়ান ক্লোজ, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও কোচ।

১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জামাল নজরুল ইসলাম, তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস ল, তিনি স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড়।

১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ হ্যারিসন, তিনি বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট।

১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ জবস, তিনি ছিলেন অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ন পি. শেমিডিট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ সামি, তিনি পাকিস্তানি ক্রিকেটার।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেইটন হিউইট, তিনি অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।

১৮১০ সালের এই দিনে ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেনডিস মৃত্যুবরণ করেন।

১৮৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাই ইভানোভিচ লোবাচেভস্কি, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ ও অধ্যাপক।

১৮৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ জেনকিনস রবার্টস, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল ইয়ালমার ব্রান্তিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬ তম প্রধানমন্ত্রী।

১৯২৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাই বুলগানিন, তিনি ছিলেন রাশিয়ান মার্শাল ও রাজনীতি, সোভিয়েত ইউনিয়নের ৬ষ্ঠ প্রিমিয়ের।

১৯৯০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সান্ড্রো পেরটিনি, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি।

১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ববি মুর, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৯৯ সালের এই দিনে বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ ইন্তেকাল করেন।

২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লদ শ্যানন, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারল্ড রামিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT