শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১১ এপ্রিল, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১১-০৪-২০১৮ হালনাগাদ: ০৯:৫৭ am ১১-০৪-২০১৮
 
 
 


১৮৫৯ সালে এই দিনে ফ্রান্সের বিশিষ্ট শিল্পী ও পদার্থ বিজ্ঞানী ফার্ডিনান্ড কাররে ‘কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদন করার যন্ত্র’ আবিষ্কার করেন।

১৮৬১ সালে এই দিনে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়।

১৮৯৯ সালে এই দিনে যুক্তরাষ্ট্র স্পেনের সঙ্গে যুদ্ধের পর স্বাক্ষরিত “প্যারিস চুক্তি” অনুসারে ফিলিপাইনকে নিজেদের দখলে নেয়।

১৯০৫ সালে এই দিনে আইনষ্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন।

১৯১৯ সালে এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিষ্ঠিত হয়।

১৯৩১ সালে এই দিনে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’ মুক্তি পায়।

১৯৫৭ সালে এই দিনে ইংল্যান্ড সিঙ্গাপুরের স্বায়ত্তশাসন মেনে নেয়।

১৯৬১ সালে এই দিনে জেরুজালেমে এডলফ আইকম্যানের বিচার শুরু হয়।

১৯৭০ সালে এই দিনে এপোলো ১৩ উৎক্ষেপণ করা হয়।

১৯৭১ সালে এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়।

১৯৭১ সালে এই দিনে তাজউদ্দীন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৭৬ সালে এই দিনে অ্যাপল-এর প্রতিষ্ঠা হয়।

১৯৯১ সালে এই দিনে ৮৬ দিন পর উপসাগরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটে।

১৯৯৩ সালে এই দিনে ঢাকায় সাউথ এশিয়ান প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (সাপটা) স্বাক্ষরিত হয়।

২০১৫ সালে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

০১৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেপ্টিমিউস সেভেরাস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৭৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস পার্কিনসন, তিনি ছিলেন পার্কিনসন রোগের উদ্ভাবক।

১৭৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে জর্জ ক্যানিং, তিনি ছিলেন ইংরেজ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৮২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফের্দিনান্দ লাসালে, তিনি ছিলেন একজন জার্মান বিচারক, দার্শনিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মী।

১৮৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্তাভ ভিগেলান্ড, তিনি ছিলেন নরওয়েজিয়ান ভাস্কর ও নোবেল শান্তি পুরস্কার পদক ডিজাইনার।

১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডিন আচেসন, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৫১ তম রাজ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে সান্ডর মারাই, তিনি ছিলেন হাঙ্গেরীয় সাংবাদিক ও লেখক।

১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুন্দন লাল সায়গল, তিনি ছিলেন ভারতীয় গায়ক ও অভিনেতা।

১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইতালি এমিলিও কলম্বো, তিনি ছিলেন ইতালীয় আইনজীবী, রাজনীতিবিদ ও ৪০ তম প্রধানমন্ত্রী।

১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টমাস হ্যারিস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যান্ড্রু জন ওয়াইলস, তিনি ইংরেজ গণিতবিদ।

১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গায় ভেরহফস্টাডট, তিনি বেলজিয়ান রাজনীতিবিদ ও ৪৭ তম প্রধানমন্ত্রী।

১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি বাউডেন, তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার।

১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালেক্স করেটজে, তিনি স্প্যানিশ সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ।

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেইজি টামাডা, তিনি জাপানি ফুটবলার।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেসান্ড্রা আম্ব্রসিও, তিনি ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী।

১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ান বেল, তিনি ইংরেজ ক্রিকেটার।

১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে থিয়াগো আলকান্তারা, তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

১০৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোমানোস তৃতীয় আর্গয়রস, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।

১৭৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল উইলহ্যাম রামলার, তিনি ছিলেন জার্মান কবি।

১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউলিয়ুস লোটার মাইয়ার, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ।

১৯২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুথার বুরবাঙ্ক, তিনি ছিলেন আমেরিকান উদ্ভিদবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাক প্রেভেরট, তিনি ছিলেন ফরাসি কবি ও চিত্রনাট্যকার।

১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডলোরেস ডেল রিও, তিনি ছিলেন মেক্সিক্যান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও গায়ক।

১৯৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইনভের হক্সহা, তিনি ছিলেন আলবেনীয় শিক্ষাব্রতী, রাজনীতিবিদ ও ২১ তম প্রধানমন্ত্রী।

১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এরিক্সন কডওয়েল, তিনি ছিলেন মার্কিন ঔপন্যাসিক।

১৮৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউলিয়ুস লোটার মাইয়ার, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুচিয়েন লরেন্ট, তিনি ছিলেন ফরাসি ফুটবল খেলোয়াড়।

২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ট ভনেগাট তাঁর রচিত, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক, গল্পকার ও নাট্যকার।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আহমেদ বেন বেল্লা, তিনি ছিলেন আলজেরিয়ার সৈনিক, রাজনীতিক ও ১ম প্রেসিডেন্ট।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জনাথন উইন্টারস, তিনি ছিলেন আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT