শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে, ২১ নভেম্বর
প্রকাশ: ১২:০০ am ২১-১১-২০১৬ হালনাগাদ: ১০:৫০ am ২১-১১-২০১৬
 
 
 


১২৭২ সালের এই দিনে প্রিন্স এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন।
১৭৮৩ সালের এই দিনে মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
১৭৮৯ সালের এই দিনে উত্তর ক্যারোলাইনা সংবিধান সংশোধন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ অঙ্গরাজ্য হয়।
১৭৯১ সালের এই দিনে কর্নেল নেপোলিয়ন বোনাপার্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্সের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন।
১৮০৬ সালের এই দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারী করা হয়েছিল।
১৮৪১ সালের এই দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো।
১৮৬৭ সালের এই দিনে লন্ডন সম্মেলনে গৃহীত সিদ্ধান্তক্রমে লুক্সেমবার্গকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়।
১৮৭৭ সালের এই দিনে বিজ্ঞানী এডিসন তাঁর ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন। যেটি দিয়ে রেকর্ড করা যায় এবং শোনা যায়।
১৯০৮ সালের এই দিনে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।
১৯১৮ সালের এই দিনে জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসর্মপণ করে।
১৯২২ সালের এই দিনে আমেরিকার প্রথম নারী সিনেটর রেবেকা লাটিমার শপথ গ্রহণ করেন।
১৯৪৬ সালের এই দিনে জর্জিও দিমিত্রোভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৪৭ সালের এই দিনে স্বাধীন ভারতে প্রথম ডাকটিকেট প্রবর্তিত হয়।
১৯৬২ সালের এই দিনে চীন-ভারতের যুদ্ধবিরতি ঘটে।
১৯৭৯ সালের এই দিনে উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
১৯৯৪ সালের এই দিনে নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজিরিয়া ত্যাগ করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT