শনিবার, ১৮ মে ২০২৪ ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
আজ বিশ্ব বাঘ দিবস
প্রকাশ: ০৯:২৬ am ২৯-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৪২ am ২৯-০৭-২০১৭
 
 
 


আজ বিশ্ব বাঘ দিবস। বাঘ আছে বিশ্বের এমন ১৩টি দেশ একযোগে দিবসটি পালন করে আসছে। দিবসটি ঘিরে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগ শরণখোলা ও মংলা উপজেলায় সমাবেশ এবং আলোচনা সভা করা হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠনও দিবসটি পালন করবে।

বিশ্বের বিভিন্ন দেশ বাঘ বাঁচাতে নানা উদ্যোগ নিলেও সুন্দরবনে বাঘের মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। ১৯৮০ থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত গত ৩২ বছরে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় শিকারিদের হানা, গ্রামবাসীর পিটুনি ও প্রাকৃতিক দুর্যোগে ৬৭টি বাঘের মৃত্যু হয়েছে।

বাঘ গণনা জরিপ ২০১৫-এ উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা এখন সর্বসাকুল্যে ১০৬টি। বাংলাদেশ ও ভারত মিলিয়ে পুরো সুন্দরবনে বাঘের সংখ্যা ১৭০। গত এক দশকে এই সংখ্যা অর্ধেকে নেমেছে বলে বিশেষজ্ঞদের ধারণা। ক্যামেরা পদ্ধতিতে সুন্দরবনের বাঘগুলো গণনা করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT