কানাডার পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চমৎকার বক্তব্য দেন টরেন্টোস্থ সাউথ-ইস্ট-এর সাংসদ বিল ব্রেয়ার। তিনি গত ২৪ মার্চ শুক্রবার হাউস অব কমনসে বাঙালিদের প্রশংসা করেন। দু’দেশে মধ্যে বিদ্যমান বিরল বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭২ সালের শুরুতে কানাডা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো।
বিভিন্ন ক্ষেত্রে ওয়ান হান্ড্রেট বাংলাদেশিদের ভূমিকা মাইলস্টোন হিসেবে উল্লেখ করে করে তিনি বক্তব্য শেষ করেন।
সেই সময় অন্যান্য সংসদ সদস্যরা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।
এদিকে অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন উইন স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদপত্রে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশি কমিউনিটিকে শুভেচ্ছা জানান।