মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস পরিচালনা করতে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া নীতিমালা আগামী ৮ মার্চ থেকে কার্যকরের নির্দেশ দিয়েছে সরকার।
সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭’ কার্যকরের আদেশ জারি করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা। ২৮ ফেব্রুয়ারি ‘রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা, ২০১৭’ এর গেজেট প্রকাশ করা হয়।
‘উবার’, ‘পাঠও’সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মোবাইল অ্যাপভিত্তিক এ সেবা দিয়ে আসছে। সেবাটি একটি নিয়মের মধ্যে আনতে ১১টি শর্ত দিয়ে নীতিমালা তৈরি করে সরকার।