অবশেষে পশুখাদ্য দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিহার প্রদেশের প্রবীণ রাজনীতিক ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার (৬ জানুয়ারি) বিকেল বিহারের পাশের রাজ্য ঝাড়খন্ডের রাজধানী রাঁচির সিবিআইর বিশেষ আদালতের বিচারক শিবপাল সিং এই রায় দেন। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, টানা দু’দিন লালুকে আদালতে তোলার পর নিরাপত্তার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজা ঘোষণা করেন বিচারক। এর আগে গত ২৩ ডিসেম্বর একই আদালত ওই মামলায় লালু প্রসাদসহ ১৬ জনকে দোষী সাব্যস্ত করেন। এদিকে রায় ঘোষণার পর আরজেডি জানিয়ে দিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।