শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
চকবাজারে একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ধসে পড়েছে
প্রকাশ: ১০:৫৬ am ২৫-০২-২০১৮ হালনাগাদ: ১১:০০ am ২৫-০২-২০১৮
 
 
 


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ধসে পড়েছে। এতে তিনজন সামান্য আহত হয়েছেন।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার থানার হরনাথ ঘোষ রোডের তালগাছিয়া মসজিদের কাছের তিনতলা পরিত্যক্ত ভবনটির একটি পাশ ধসে পড়ে।

এই ভবনটির মালিক আবদুল আজিজ। এটি ভাঙার কাজ চলছিল। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন দর্জি মাস্টার সারোয়ার হোসেন সাগর (৩০), রিকশাচালক সবুজ (৪০) এবং চট্টগ্রামের সাংবাদিক গোলাম মাওলা মুরাদ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা জানান, ভবনটির একপাশ ধসে একটি হলুদ ক্যাবের ওপর পড়ে। সেখানে গোলাম মাওলা মুরাদ ছিলেন। তিনি অল্পের জন্য বেঁচে গেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT