ঈদুল ফিতরের ছুটি শেষে বুধবার (২৮ জুন) বিকেলে জাতীয় সংসদে আবার বসছে বাজেট অধিবেশন। বিকেল ৪টায় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন বসবে। এ সংসদ অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের অর্থবিল পাস হওয়ার কথা রয়েছে। বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে আলোচিত ব্যাংক আমানতের ওপর অবগারি শুল্ক, বিভিন্ন পণ্যে ১৫ শতাংশ ভ্যাটের বিষয়গুলো কী হবে, তা স্পষ্ট হবে বলে কদিন আগে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। আজ বাজেটের সাধারণ আলোচনায় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও বক্তব্য দেবেন। বৃহস্পতিবার সংসদে পাস হবে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ হাজার কোটি টাকার বাজেট। গত ১ জুন এ বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক বাড়িয়ে ৮০০ করা এবং নতুন ভ্যাট নিয়ে সারা দেশে ও সংসদে সমালোচিত হন অর্থমন্ত্রী।