২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৩৮৪ কোটি ৮০ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২১ জুন) গুলশান-২ নম্বরে ডিএনসিসি’র নগর ভবনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আনিসুল হক। আনিসুল হকের এটি তৃতীয় এবং ডিএনসিসি’র ষষ্ঠ বাজেট। এ বাজেটের উল্লেখযোগ্য অংশই চলমান ও নতুন কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হবে। এর আগে ২০১৬-১৭ অর্থবছরে ২ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ টাকার বাজেট করেছিল ডিএনসিসি। ২০১৫-১৬ অর্থবছরে ১৬০১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হলেও পরে সংশোধিত বাজেট হয় ১০১০ কোটি ৪৫ লাখ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯৭৭ কোটি ৬৫ লাখ টাকা। অন্যান্য খাত থেকে ১১ কোটি ৫০ লাখ, সরকারি থোক বরাদ্দ থেকে ১০০ কোটি, সরকারি বিশেষ অনুদান থেকে ৫০ কোটি, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে ১০২৯.৬৫ কোটি টাকা আয় ধরেছে ডিএনসিসি। ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে ৪৩৪ কোটি ৭০ লাখ ও অন্যান্য খাতে ৯ কোটি ৫০ লাখ টাকা। এবার বাজেটের বড় অংশ ব্যয় হবে উন্নয়ন খাতে। এ খাতে এবার ৭৯১ কোটি ১০ লাখ টাকা ব্যয় হবে। গত বছর দুই হাজার ৮৩ কোটি টাকার বাজেট করা হলেও মাত্র ১২৩১ কোটি ২৬ লাখ টাকা ব্যয় হয়েছে। অর্থ্যাৎ ৫৯.৪৮ শতাংশ টাকা ব্যয় হয়েছে।