আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী ঢাকার জন্য পথ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানের আশপাশের কিছু রাস্তা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে কোথায় কোথায় গাড়ি পার্কিং করা যাবে আর কোথায় যাবে না, সেটিও জানিয়েছে ডিএমপি। রোববার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির নিরাপত্তাব্যবস্থা তদারকি শেষে এ নির্দেশনার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ সময় আছাদুজ্জামান মিয়া বলেন, ভিভিআইপি, ভিআইপি এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মানিক মিয়া অ্যাভিনিউ-মিরপুর রোড, ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিং, মেট্রো শপিং মলের মোড়, ধানমন্ডি ৩২ নম্বর পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং একই পথে বের হয়ে যাবেন। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সংগঠন এবং সর্বসাধারণ ধানমন্ডি ৩২ নম্বরের পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করবেন এবং পশ্চিম প্রান্ত দিয়ে বের হয়ে যাবেন। নির্ধারিত স্থান ছাড়া পার্কিং করা যাবে না। এসব তদারকি করার জন্য নির্দিষ্ট স্থানে চৌকি বসানো হবে। ট্রাফিক দক্ষিণ বিভাগের দেওয়া পথনির্দেশক অনুযায়ী চলাচলের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিকদের জন্য ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়া একমুখী হবে। তারা পূর্ব দিক দিয়ে ঢুকে পশ্চিম দিক দিয়ে বের হবেন। এদিন সোনারগাঁও ক্রসিং থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। সিটি কলেজ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ধানমন্ডি ২৭ নম্বর থেকে রাসেল স্কয়ার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া রাসেল স্কয়ার থেকে সোবহানবাগ মসজিদ পর্যন্ত সব ধরনের পার্কিং বন্ধ থাকবে।