শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
হাথুরুসিংহ ঢাকায় এসেছেন
প্রকাশ: ০৩:২৭ pm ০৯-১২-২০১৭ হালনাগাদ: ০৩:৩২ pm ০৯-১২-২০১৭
 
 
 


আজ সকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহ ঢাকায় এসেছেন। শনিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় ১১.৩০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তিনি।

বিসিবির সূত্রে জানা যায়, বিসিবির সঙ্গে চুক্তি শেষের আনুষ্ঠানিকতা সারতে তিনি ঢাকায় আসেন। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) জাতীয় দলের কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হাথুরুসিংহের। দক্ষিণ আফ্রিকা সফরের পরই বিসিবির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেয় থুরুসিংহ।  তার ঢাকায় আসার কথা ছিল বেশ ক'দিন আগেই ।

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে শেন জার্গেনসেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৪৯ বছর বয়সী হাথুরুসিংহে ২০১৪ সালের মে মাসে। আগামী ২০ ডিসেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন হাথুরুসিংহে। ভারতে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে হাথুরুসিংহের কোচের দায়িত্ব পালন শুরু হবে। তবে লঙ্কান কোচ হিসেবে হাথুরুসিংহের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ হতে যাচ্ছে জানুয়ারির বাংলাদেশ সফর । দুটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT