শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
হলি কোরআন অ্যাওয়ার্ড' প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর প্রথম স্থান অধিকার
প্রকাশ: ১০:৪০ pm ১৬-০৬-২০১৭ হালনাগাদ: ১০:৪৩ pm ১৬-০৬-২০১৭
 
 
 


'দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড' প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর ১৩ বছর বয়সী কিশোর হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম বিশ্বের ৮৯ জনকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় কোরআন তিলাওয়াতে প্রথম ও সুন্দর কণ্ঠ (বিউটিফুল ভয়েস) বিভাগে চতুর্থ হয়েছে তারিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে ২ লাখ ৫০ হাজার দিরহাম তুলে দেওয়া হয়।   চলতি বছরের পবিত্র রমজান মাসের প্রথম দিনে দুবাই চেম্বার অব কমার্সের অডিটোরিয়ামে শুরু হয় ২১তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। পরপর নয় রাত এই প্রতিযোগিতা চলার পরই ঘোষণা করা হয় বিজয়ীর নাম। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের হুজায়ফা সিদ্দিকী। হুজায়ফা পুরস্কার হিসেবে পেয়েছে ২ লাখ দিরহাম। তৃতীয় পুরস্কারটি যৌথভাবে পেয়েছে গাম্বিয়ার মোডুউ জোবে এবং সৌদি আরবের আবদুল আজিজ আল ওবায়দান। তারা দুজনে ১ লাখ ৫০ হাজার দিরহাম পেয়েছে। এই প্রতিযোগিতায় সেরা ১০-এর অপর বিজয়ীরা হলেন- মোহনা আহমেদ (বাহরাইন), মোহাম্মদ আল হাদি আল বশির (লিবিয়া), ওমর আল রাফি (কুয়েত), মোহাম্মদ আবেকা (মৌরিতানিয়া), হাবিমানা মাকিনি (রুয়ান্ডা) এবং মোহাম্মদ নাগিব (মিশর)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT