প্রবাসে অবস্থানরত বাংলাদেশীরা জাতীয় দিবসগুলো বেশ মিস করে । একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস , শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস , বিজয় দিবস গুলো কেটে যায় নীরবে।
কোন আলোচনা কিংবা সভা সেমিনার করে দিবস পালনের সুযোগ থাকে না কোন কোন দেশে । তাই বলে, আমরা যে দিবস গুলো ভুলে যাই , এমন কিন্তু নয় ।
আমাদের ও আছে দেশ প্রেম । দেশের প্রতি অগাধ ভালবাসা । যে যেখানেই থাকি না কেন অফিস কিংবা রুমে , শ্রদ্ধাভরে স্মরণ করি প্রতিটি জাতীয় দিবস । মনের ভেতর যেন দেশপ্রেম খেলা করে সবসময়।
আজ শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাক বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন দেশ বরেণ্য বুদ্ধিজীবীরা। জাতি আজ তাদের কথা শ্রদ্ধাভরে স্বরন করছে বিভিন্ন আনুষ্ঠানিকতায়। আমরা যারা প্রবাসী তারা স্মরণ করছি যার যার অবস্থানে থেকে। আজকের এই বিশেষ দিনে আমি সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। দেশ জাতি এবং ইতিহাস তাদের স্মরণ করবে অনন্ত কাল।
ফারুক