মর্যাদার এল ক্লাসিকো জয়ের কল্যাণে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি নিজেদের দখলে নেয় বার্সেলোনা। গতকাল রাতে লিগ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে কিছু সময়ের জন্য শীর্ষ উঠেছিল রিয়াল মাদ্রিদ। পরে এস্পানিওলের বিপক্ষে সুয়ারেজের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতে আবারও লা লিগা টেবিলের চূড়ায় উঠেছে কাতালান ক্লাবটি।
পুরো শক্তির দল নিয়েই গতকাল এস্পানিওলের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার।আগের ম্যাচে বেঞ্চে বসে থাকা লুইস সুয়ারেজ গতকাল হয়ে উঠেন জয়ের নায়ক। লিওনেল মেসি গোল না পেলেও মাঠের লড়াইয়ে বেশ উজ্জ্বল ছিলেন।
শেষপর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বার্সা। বিশ্রাম শেষে ম্যাচের ৫০ মিনিটে বার্সা সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান লুইস সুয়ারেজ। প্রতিপক্ষ খেলোয়াড় হুরাদোর ব্যাকপাস দারুণ কৌশলে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এস্পানিওলের জাল কাঁপান সুয়ারেজ।
ম্যাচের ৭৬ মিনিটে মেসির কল্যাণে বার্সাকে এগিয়ে দেন রাকিতিচ। আর নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে মেসির সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করে বার্সাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
লা লিগায় এ জয়ের ফলে ৩৫ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।